সম্পাদকীয়

আত্মশুদ্ধির মহান বার্তা নিয়ে মাহে রামাদ্বান আমাদের দ্বারে এলো। রামাদ্বান আগমনের সঙ্গে সঙ্গেই জান্নাতের দুয়ার খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়া হয় এবং অভিশপ্ত শয়তানকে শৃঙ্খলিত করা হয়। তাই মুমিন মুসলমানের হৃদে বইছে খুশির জোয়ার। রামাদ্বানের প্রথম দশ দিন রহমতের, দ্বিতীয় দশ দিন মাগফেরাতের এবং তৃতীয় দশ দিন জাহান্নাম থেকে চিরমুক্তির।
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রামাদ্বান আগমনের সঙ্গে সঙ্গে দ্রব্যমূল্যে বিশেষ ছাড় দেওয়ার প্রতিযোগিতা শুরু করে কোম্পানিগুলো। কিন্তু আমাদের দেশে রামাদ্বানে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রীতিমতো জনগণের নাভিশ্বাস তোলে। পবিত্র এ মাসে আমরা প্রশাসনকে জনসাধারণের সুবিধার্থে এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেয়ার আহ্বান জানাই।
মাহে রামাদ্বানে আমরা তাকওয়া অর্জন করে আমাদের আত্মাকে রিপুর তাড়না থেকে মুক্ত করব, জাহান্নাম থেকে মুক্তি পেতে এ মাসের মূল্যবান সময় এবাদত বন্দেগিতেই কাটাব। আল্লাহ আমাদের তাওফিক দান করুন।
পরিশেষে, অভিযাত্রিকের লেখক-পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা।

Comments

comments

About

Check Also

রাসুলুল্লার হিজরাত : প্রাসঙ্গিক ভাবনা

পৃথিবীতে তখন ঘোর অমানিশার রাজ। চারিদিকে বিশৃঙ্খলা, নৈরাজ্যের দৃঢ় ভিত্তি স্থাপিত হয়েছে। যে ভিন্নতার জন্য …